মৌলভীবাজার জেলা প্রশাসক

দেশকে পরিরর্তন করতে হলে প্রথমে নিজেকে পরিবর্তন করতে হবে

মো. রুয়েল কামাল, বড়লেখা (মৌলভীবাজার) প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ০৬:২১ পিএম

মৌলভীবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন বলেছেন দেশকে পরির্বতন করতে হলে প্রথমে নিজেকে পরিবর্তন করতে হবে। সমাজ থেকে মাদক ইয়াবা দূর করতে করতে পারলেই দেশ পরির্বতন হবে।

২০ জানুয়ারি দুপুরে  উপজেলা সভা কক্ষে উপজেলা বড়লেখা  প্রশাসনের আয়োজনে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার এর সভাপতিত্বে তিন দপ্তর উপজেলা সমাজ সেবা  কৃষি প্রাণিসম্পদ দপ্তরের কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক উপরোক্ত কথাগুলো বলেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আসলাম সারোয়ার, সমাজ সেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রাণী সম্পদ  কর্মকর্তা আমিনুল ইসলাম,  কৃষি কর্মকর্তা, মোহাম্মদ মনোয়ার হোসেন, বড়লেখা প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম,  এসময় উপস্থিত ছিলেন বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব,  মফস্বল সাংবাদিক সোসাইটি বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. রুয়েল কামাল  সহ অনেকে। 

অনুষ্ঠানে উপজেলা সমাজ সেবার অফিসের উদ্যোগে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৬৩ পরিবারকে, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ২৯ শিক্ষার্থীকে ১৭৫০ টাকার করে চেগ।বন্যা দুর্গত বানভাসি ও প্রতিবন্ধী ২০ জনের ২ হাজার টাকা করে অনুবাদ প্রদান। 

এছাড়া সমাজ সেবার পক্ষ থেকে ২ জন প্রতিবন্ধীর ৭০ হাজার টাকা ঋণ দেওয়া হয়।  প্রাণিসম্পদ অফিসের পক্ষ থেকে ৫৪ টি বকনা গরুর বাচ্চুর  অসচ্ছল খামারিকে দেওয়া হয়।  

এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিসের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়। 

আরএস