ইউএনও মির্জা জুবায়ের হোসেন

নতুন বাংলাদেশ গড়তে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ১১:০১ পিএম

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ প্রতিপাদ্যে টাঙ্গাইলের মধুপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে জিরো-ওয়েস্ট ব্রিগেড ক্যাম্পেইনে অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষ্যে র‌্যালির মধ্যদিয়ে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করা হয়।

সোমবার বেলা ১১টার দিকে মধুপুর উপজেলা প্রশাসন, উপজেলা প্রকৌশলী অফিস ও উপজেলা স্কাউটসের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়।

র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মির্জা জুবায়ের হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান, প্রকৌশলী জয়নাল আবেদীন সাগর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুর রহমান, মধুপুর শহিদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতাই চন্দ্র সাহা, মধুপুর উপজেলা স্কাউট কর্মকর্তা তারিকুল ইসলাম, হারুনুর রশিদ ফকির, বৈষম্যবিরোধী আন্দোলনের একরামুল হক অনিক, নাইম প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার মির্জা জুবায়ের হোসেন বলেন, তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। নতুন করে উন্নতশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামীতে নতুন বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে।

ইএইচ