দিনাজপুরের তাপমাত্রা ১০ ডিগ্রিতে, কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত

দিনাজপুর প্রতিনিধি: প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৫, ১১:২৯ এএম

দিনাজপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১০.১ ডিগ্রি সেলসিয়াস । উত্তর দিক থেকে আসা বাতাসের গতি ৫ কিলোমিটার। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা হিমেল হাওয়া ও কনকনে শীতে জন্য জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

গত এক সপ্তাহ থেকে ১০ থেকে ১৩ ডিগ্রী সেলসিয়াস এর মধ্যে তাপমাত্রা উঠানামা করছে।

প্রচন্ড কুয়াশার কারণে দিনের বেলাতে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। খেটে খাওয়ার নিম্ন আয়ের মানুষ গরম কাপড়ের অভাবে সকালে কাজে যেতে পারছে না। দিনের বেলা ভ্যাপসা গরম আর রাত্রে বইছে প্রচন্ড শীত। সারারাত টিপটিপ করে কুয়াশার মত বৃষ্টি পড়ছে।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানিয়েছেন এই তাপমাত্রা আরও কয়েকদিন অব্যাহত থাকবে।

শিশু বিশেষজ্ঞ ডাক্তার মশিউর রহমান বলেছেন, প্রচন্ড শীতে শিশু ও বয়স্ক মানুষ শীর্ষনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। নিউমোনিয়া শ্বাসকষ্ট হুপিং কাশি সহবিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। 
খুব বেশি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হচ্ছে না। সন্ধ্যার পরপরই রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে। 

বিআরইউ