নান্দাইলে ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৫, ০২:৫৭ পিএম

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সারামিনা সাত্তারের সাথে কর্মরত সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক সভাকক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে নান্দাইলের উন্নয়ন ও জনসেবায় সরকারের পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতা চেয়ে সভাপতির স্বাগত বক্তব্য দেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।

স্বাগত বক্তব্য শেষে খাদ্য, স্বাস্থ্য, মানসম্মত শিক্ষা, পরিবেশ-পরিচ্ছন্ন ও জুয়া-মাদক সহ নান্দাইল উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন- সাংবাদিক হান্নান মাহমুদ, এনামুল হক বাবুল, শামছ-ই-তাবরীজ রায়হান, আলম ফরাজী, এবি সিদ্দিক খসরু, শামসুজ্জামান বাবুল,  বিল্লাল হোসেন, হুমায়ূন কবীর, আহসান কাদের মাহমুদ, মুখলেছুর রহমান, আর.জে মিন্টু ও শাহজাহান ফকির প্রমুখ। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আহসান উল্লাহ ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আকন্দসহ নান্দাইলের কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইএইচ