লালমোহনে মৎস্যজীবীদের প্রশিক্ষণ কর্মশালা

লালমোহন (ভোলা) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৫, ০৩:১৫ পিএম

ভোলার লালমোহন উপজেলায় মৎস্যজীবীদের নিয়ে মাছের আহরণোত্তর পরিচর্যা ও সংরক্ষণের কৌশলবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এবং সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় লালমোহন অফিসার্স ক্লাবে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ২৫ জন মৎস্যজীবী অংশগ্রহণ করেন।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস।

এছাড়াও লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় বরিশাল বিভাগের সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক এসএম আজহারুল ইসলাম এবং রিসোর্স পার্সন হিসেবে উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ