গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার শফিপুর পর্বপাড়া স্কুল মাঠে মঙ্গলবার বিকালে উঠান বৈঠক ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
কালিয়াকৈর থানার বিট পুলিশিংয়ের উদ্যোগে মাদক চোরাচালান, বাল্যবিবাহ, ইভটিজিং, কুসংস্কার, যৌতুক, নারী ও শিশু নির্যাতন, মানব পাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কালিয়াকৈর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আহাদ আলী মুন্সী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ।
সভাটি সঞ্চালনা করেন পৌর ছাত্রদলের নেতা সাইফুল ইসলাম।
বক্তব্য দেন- পৌর শ্রমিক ইউনিয়নের সভাপতি এ কে আজাদ, শমসের তালুকদার ৯ নম্বর বিট পুলিশিং পরিদর্শক (এসআই) আজাদসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা সমাজ থেকে অপরাধ দমন ও প্রতিরোধে সচেতনতার গুরুত্ব তুলে ধরে জনসাধারণকে পুলিশের কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানান।
ইএইচ