বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ একটি গণহত্যাকারী সিন্ডিকেট। আগামী নির্বাচনে গণহত্যা করা আওয়ামী লীগের দল নির্বাচনে অংশ নিতে হলে আগে গণহত্যার বিচারের সাজা খাটতে হবে।
তিনি বলেন, রাজনৈতিক নাম যদি হত্যা করা করা হয় তাহলে এমন দল বাংলাদেশে জনগণ বরদাস্ত করবে না। রাজনৈতিক নাম যদি জনকল্যাণ হয়, তাহলে বাংলাদেশের জনগণ যাকে পছন্দ করে, তাবে বরণ করে নিবে।
মঙ্গলবার বিকালে বরিশাল কেন্দ্রীয় হেমায়েত উদ্দীন ঈদগাঁ ময়দানে বরিশাল জেলা ও মহানগর জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চিন্তার ব্যবধান থাকলেও দেশের মানুষের কল্যাণে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত করতে একযোগে কাজ করার ঘোষণা দিলো বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল আলিম, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।
এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল জব্বার, বরিশাল মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ হাসান আতিক সহ জেলা ও মহানগরের নেতাকর্মীরা।
দেশের পট পরিবর্তনে বরিশালে দুই যুগেরও বেশি সময় পর প্রকাশ্য আজ সমাবেশ করলো জামায়াতে ইসলামী।
মিছিল আর স্লোগানে মুখর ছিল গোটা নগরী। জেলা ও মহানগরের বিভিন্ন এলাকা থেকে দলে দলে নেতা-কর্মীরা যোগ দেন কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে।
এর আগে দুপুরে বরিশাল মহিলা জামায়াতের সম্মেলনে অংশ নেয়ার পর জামায়াতের আমির ছুটে যান চরমোনাই মাদরাসায়।
ইএইচ