ফুলবাড়ীতে মাটিভর্তি ট্রলি চাপায় শিশু নিহত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৫, ০৭:৫০ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাটিভর্তি ট্রলি চাপায় সোহাগ মিয়া (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা চৌধুরীটারি গ্রামে। নিহত ওই শিশু ওই গ্রামের বিপ্লব মিয়ার ছেলে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ জানান, ঘটনাস্থলে এসেছি ঘাতক ট্রলিটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি দুর্ঘটনা জনিত মামলা প্রক্রিয়াধীন।

ইএইচ