ভোলায় অবৈধ মাদকদ্রব্য ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ সাহাবুদ্দিন মিলন (৫০) নামের ১জন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
অফিসার্স ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা মো. ইকবাল হোসেন জানান, ২১ জানুয়ারি গতরাত ১২ টার দিকে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এর দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলার তত্ত্বাবধানে, ভোলা সদর মডেল থানাধীন ভোলা পৌরসভা ৩নং ওয়ার্র্ডস্থ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এসআই (নিঃ) মো. আসাদুজ্জামান খান সংগীয় ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান চালিয়ে পাঁকা রাস্তার উপর থেকে ১০০(একশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ সাহাবুদ্দিন মিলন নামের ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা ডিবি পুলিশের একটি চৌকস টিম।
আটক মাদক কারবারি সাহাবুদ্দিন মিলন সদর এলাকার উকিল পাড়া পৌর ৭ নং ওয়ার্ডের-মহিলা মাদ্রাসা রোডের মৃত সৈয়দ আহম্মদের ছেলে। আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।
মাদক বিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বিআরইউ