তজুমদ্দিন জুয়া খেলার সরঞ্জামসহ ৭ জুয়ারি আটক

মো.ইলিয়াস সানি, তজুমদ্দিন (ভোলা) প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৫, ০৩:৫০ পিএম

তজুমদ্দিন থানা পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জামসহ ৭জুয়াড়ী গ্রেপ্তার হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ১০টা ৩০ মিনিটের সময় তজুমদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে এসআই শেখ শাহীদুর রহমান ও ফোর্সের অভিযানে কেয়ামূল্যাহ ০৯নং ওয়ার্ডে মো. সোহাগ (২৬) এর চায়ের দোকানের সামনে বেড়িবাঁধের উপর থেকে  জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৫ হাজার ৩ শত ৬৫ টাকাসহ ৭ জুয়াড়ি আটক করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো ১. মো. সোহাগ (২৬)২. মো. শরিফ (৩৫)৩. মো. ফরহাদ (২৬)৪. মোতাহার (৪০)৫. নুর উদ্দিন (৩২)৬. নুর ইসলাম (৪০)৭. মো. দুলাল (২৪)

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তজুমদ্দিন থানার ইনচার্জ মো.আব্দুলাহ আল মামুন।তিনি জানিয়েছেন, টাকা এবং জুয়া খেলার সরঞ্জামসহ আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করার পর আদালতে প্রেরণ করা হয়েছে।

আরএস