ধামইরহাটে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৫, ০৪:৪০ পিএম

নওগাঁর ধামইরহাটে দীর্ঘ ১৫ বছর পরে প্রকাশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। খোলা ময়দানে দীর্ঘ বছর প্রতিক্ষার পরে আয়োজিত কর্মী সম্মেলনে অসংখ্য নেতাকর্মীদের জমায়েত লক্ষ্য করা গেছে। 

বুধবার সকাল ১০টায় উপজেলার ইসবপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। 

এসময় কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার নায়েবে আমির ও নওগাঁ-২ আসনের এমপি প্রার্থী ইঞ্জি.. এনামুল হক। 

এছাড়াও জামায়াতে ইসলামী ধামইরহাট উপজেলা শাখার নায়েবে আমির ও সাবেক ইউপি সদস্য মাওলানা আতাউর রহমান, মাওলানা আব্দুল আজিজ, সেক্রেটারি মো. রেজোয়ান, উপজেলা কর্ম পরিষদের সদস্য ও যুব বিভাগের সভাপতি মো. মেহেদী হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

আরএস