মধুপুরে বিজ্ঞান মেলার উদ্বোধন

আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৫, ০৫:৪৬ পিএম

“জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের  মধুপুরে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়ে হয়েছে।

মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্বাবধানে মধুপুর উপজেলা পরিষদ চত্বরে বুধবার (২২ জানুয়ারি) সকালে দু’দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন।

উদ্‌বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলার সহকারী কমিশনার(ভূমি) রিফাত আনজুম পিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুর রহমান, মধুপুর  শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র কর, উপজেলা বিজ্ঞান ক্লাবের সভাপতি এ,কে,এম, ফজলুল হক, সাংবাদিক আনোয়ার সাদাৎ ইমরান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. সবুজ মিয়া প্রমুখ।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সুধীমহল উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো, মহি উদ্দিন আহমেদ।

উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিকগন। বিজ্ঞান মেলায়  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করেন।

বিআরইউ