নীলফামারীতে ভারতীয় ৫টি গরু আটক

আল-আমিন, নীলফামারী : প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৫, ০৬:২২ পিএম
নীলফামারীতে ভারতীয় ৫টি গরু আটক

বিজিবি কর্তৃক সীমান্তবর্তী এলাকায় চোরাচালান দমনে নিয়মিত অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার (২১ জানুয়ারি) বিশ্বাসযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অধিনায়ক, নীলফামারী ব্যাটালিয়ন(৫৬বিজিবি) এর পরিকল্পনা ও নির্দেশনা মোতাবেক পঞ্চগড় সীমান্তে ৫৬ বিজিবি এর অধীনস্থ ঘাগড়া বিওপির একটি বিশেষ টহল দল নায়েব সুবেদার মো. রহমতুল কবির এর নেতৃত্বে সীমান্ত পিলার ৭৫২/৭-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোমিনপাড়া (ডাকঘর-হাড়িভাসা, থানা-পঞ্চগড় সদর ও জেলা-পঞ্চগড়) নামক স্থানে অভিযান পরিচালনা করেন।

উক্ত অভিযানে ভারত হতে বাংলাদেশে চোরাচালানকৃত ভারতীয় গরু-০৫ টি মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। যার সিজার মূল্য-৪,৫০,০০০/- টাকা।

এ বিষয়ে নীলফামারী ব্যাটালিয়ন(৫৬ বিজিবি) কর্তৃক জানায়, সদর দপ্তর বিজিবি এর নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালান  প্রতিরোধকল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে চোরাচালান প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। যে কোনো মূল্যে চোরাচালান রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি মাদকদ্রব্যসহ অন্যান্য চোরাচালান বন্ধে সদ্য প্রস্তুত। চোরাচালানের বিরুদ্ধে বিজিবির এই টলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিআরইউ
 

AddThis Website Tools