চৌগাছায় জামায়াতের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

এম এ মান্নান, চৌগাছা (যশোর) প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৫, ০৯:১৪ পিএম

যশোরের চৌগাছায় জামায়াতের ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি ও ইউনিট সভাপতিদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারী)বিকেলে উপজেলা জামায়াত অফিসে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ। 

প্রধান অতিথির বক্তৃতা করেন  যশোর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিক। বিশেষ অতিথির বক্তৃতা করেন চৌগাছা-ঝিকরগাছা  যশোর-২ আসনে জামায়াত মনোনীত এম পি পদপ্রার্থী অধ্যাপক মাওলানা আরশাদুল আলম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরুল ইসলাম। 

উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান আল মামুনের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাষ্টার কামাল আহমেদ, মাওলানা গিয়াস উদ্দিন, উপজেলা জামায়াতের সাবেক আমীর হাফেজ আমীন উদ্দীন খান, উপজেলা জামায়াতের বায়তুলমাল স¤পাদক মাস্টার ইমদাদুল হক, পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেক, সেক্রেটারী ডাঃ জিল্লুর রহমান, আহসান হাবিব, সাংবাদিক  প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলার ১১ টি ইউনিয়নের সকল ওয়ার্ড ও পৌর সভার ৯টি ওয়ার্ড শাখার সভাপতি-সেক্রেটারি ও ইউনিট সভাপতিবৃন্দ ।

আরএস