বাকেরগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা সভা

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৫, ০২:২১ পিএম

বরিশালের বাকেরগঞ্জে উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. নাহিদ হাসান, উপজেলা বিএনপির সদস্য সচিব নাসির হাওলাদার, উপজেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি মাওলানা আবুল হোসেন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আবিদ মাহমুদ সজল, থানার সেকেন্ড অফিসার এস আই তোফাজ্জেল হোসেন, গারুড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস এম কাইয়ূম খান, দাঁড়িয়াল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, নলুয়া ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম খান, নিয়ামতি ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, ফরিদপুর ইউপি চেয়ারম্যান এস এম শফিকুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা মো. শহিদুল ইসলাম, দুধল ইউপি চেয়ারম্যান গোলাম মোর্শেদ উজ্জ্বল, নলুয়া ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, উপজেলা আইনশৃঙ্খলা উন্নতির জন্য রাজনৈতিক নেতাদের সহনশীলতার প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ইএইচ