শেষ সময়ে ক্রেতা টানতে বিশেষ অফার চলছে বাণিজ্য মেলায়

রফিকুল ইসলাম, পূর্বাচল প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৫, ০৪:০০ পিএম

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৩তম দিন আজ। মেলা শেষ হতে আর মাত্র ৮ দিন বাকি। প্রায় শেষ মুহূর্তে মেলায় ক্রেতা দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

এদিকে শেষ মুহূর্ত এবং ছুটির দিনকে কেন্দ্র করে ক্রেতা টানতে বিশেষ ছাড় দিচ্ছেন মেলার ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার সরেজমিনে পূর্বাচলে অবস্থিত ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঘুরে শেষ মুহূর্তের কেনাবেচার এমন চিত্র দেখা গেছে।

মেলার নানা অফারে আকৃষ্ট হয়ে অনেকেই কেনাকাটায় ব্যস্ত সময় পাড় করছেন।

বাসা বাড়ির সৌন্দর্য বর্ধনের জন্য তারা ক্রোকারিজ আইটেম, হোমটেক্সটাইলসহ (চাদর এবং বালিশের দোকান) কার্পেটের দোকানগুলোতে ভিড় করছেন। সেখানে তারা তাদের পছন্দের পণ্যগুলো দেখছেন।পছন্দ হলে কেউ আবার কিনে নিয়ে যাচ্ছেন।

প্রতিবার মেলায় শেষ দিকে বেচাবিক্রি বাড়ানোর জন্য বিক্রেতারা এমন অফার দিয়ে থাকেন।

কোনো কোনো বিক্রেতা একটি পণ্যের সঙ্গে একটি পণ্য ফ্রি দিচ্ছেন। অনেকে তাদের পণ্য প্যাকেজ (১টির সঙ্গে ৫/১০ গিফট) আকারে বিক্রি করছেন। আবার কেউ কেউ পণ্যের মূল্যের উপর সরাসরি ১০-৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছেন। এবার শুরুর দিকে ক্রেতা ও বিক্রি কম হলেও শেষের দিকে বেচাকেনা ভালো হওয়ায় বিক্রেতারা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

শুরুর দিকে বাণিজ্য মেলায় শুধু আশপাশের এলাকার মানুষকে আসতে দেখা গেলেও এখন দূরদূরান্ত থেকেও অনেকে আসছেন।কেনাকাটার পাশাপাশি মেলায় অনেকে ঘুরতে আসছেন। মেলায় ঘুরতে আসা বেশিরভাগ দর্শনার্থীরা বলছেন, যোগাযোগ সুবিধা ও মেলার পরিবেশ ভালো থাকায় পরিবার, আত্মীয় ও বন্ধু-বান্ধব নিয়ে মেলায় বেড়াতে এসেছেন। সন্ধ্যার পরেই আবার ফিরে যাবেন বাড়িতে।  

রাজধানীর বারিধারা আবাসিক এলাকা থেকে আসা গৃহবধূ তাহমিনা আক্তার জানান, আমি মেলা থেকে ২টা কার্পেট কেনার জন্য এসেছি। একটা ফ্লোরের জন্য আরেকটা দেয়ালে ওয়ালমেট হিসেবে টানানোর জন্য। তবে দেয়ালেরটা পছন্দ করতে পারিনি। মেলায় বিদেশি কার্পেটের মান ভালো হলেও বিক্রেতারা দাম বেশি চাচ্ছে।

ব্যবসায়ীরা জানান, শুরু দিকে বৈরী আবহাওয়ার কারণে তেমন একটা সাড়া না পেলেও শেষ সময়ে ক্রেতাদের ভালো সাড়া পেয়েছি। ছুটির দিনগুলোতে বিক্রি বেশি ছিল। আজও অনেক ক্রেতা আসছে। মেলা শেষের দিকে তাই ক্রেতা বেড়েছে।

ইএইচ