পোরশায় শ্রমিক দলের দ্বিবার্ষিক সম্মেলন

পোরশা (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৫, ০৫:৪৩ পিএম

পোরশা উপজেলার সারাইগাছির দলীয় অফিস সংলগ্ন মাঠে ‘শহিদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ’ লিখিত ব্যানার নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল পোরশা কর্তৃক আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে অনুষ্ঠানে উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মাহবুব জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শাহ্ আহম্মেদ মোজাম্মেল চৌধুরী।

অনুষ্ঠানে দেন, জাতীয়তাবাদী শ্রমিক দল নওগাঁ জেলা শাখার সভাপতি এ এম জিল্লুর রহমান, প্রধান আলোচক হিসেবে পোরশা উপজেলা সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক এহসান হাবিব, আলহাজ্ব মো. আবুল হোসেন,বশির শাহ, বেলাল হোসেন, মোতাহার হোসেন সুফি, বুলবুল আলম, নুর আহম্মেদ, মোদাচ্ছের রহমান, নুরুল ইসলাম মাস্টারসহ উপজেলার ইউনিয়নের সকল নেতাকর্মী সমর্থক সাধারণ জনগণ।

ইএইচ