কুমিল্লা আদর্শ সদরে বিজ্ঞান বিষয়ক সেমিনার

জহিরুল হক রাসেল, কুমিল্লা প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৫, ০৬:২৩ পিএম

কুমিল্লা আদর্শ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে কুমিল্লা হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান বিষয়ক সেমিনার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আদর্শ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহ জালাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন- কুমিল্লা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ফারুক আহম্মদ, কুমিল্লা হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি স্কুল ও মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

ইএইচ