নান্দাইলে বিএনপির উঠান বৈঠক

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৫, ০৭:২০ পিএম

দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা দাবি মানুষের কাছে পৌঁছে দিতে পাড়া-মহল্লায় উঠান বৈঠক কার্যক্রম শুরু করেছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্র নেতা মামুন বিন আব্দুল মান্নান।

এ উপলক্ষ্যে ময়মনসিংহের নান্দাইলে মামুন বিন আব্দুল মান্নানের নিজ উদ্যোগে বৃহস্পতিবার উপজেলার নান্দাইল ইউনিয়নের ভাটিসাভার গ্রামে মহিলাদের সঙ্গে উঠান বৈঠক করছেন।

উঠান বৈঠকে বিএনপি নেতা মামুন বিন আব্দুল মান্নান বলেন, ‘বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা ভোগ করতে হলে দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের কোন বিকল্প নেই। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পাশে থেকে ধানের শিষ প্রতীককে বিজয়ের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।  

এ সময় নান্দাইলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার মহিলারা উপস্থিত ছিলেন।

ইএইচ