তারুণ্যের উৎসবে ফরিদগঞ্জ পৌরসভায় পরিচ্ছন্নতা অভিযান

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৫, ০৭:৩৯ পিএম

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভায় পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন অভিযান শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকালে এ শোভাযাত্রার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া।

পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসানের সভাপতিত্বে শোভাযাত্রা পূর্ব আলোচনায় বক্তব্য দেন- ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, যুব উন্নয়ন কর্মকর্তা মেজবাহ উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খান।

এদিকে পৌর কর্তৃপক্ষ জানায়, তারুণ্যের উৎসব উপলক্ষ্যে প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন কার্যক্রম ছাড়াও আগামী ২৮ ও ২৯ জানুয়ারি দুই দিনব্যাপী পৌর করমেলা অনুষ্ঠিত হবে।

ইএইচ