গুরুদাসপুরে তারুণ্যের উৎসব উদযাপন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৫, ০২:৫৪ পিএম

নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর স্কুল মাঠে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পালন করা হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় র‍্যালি, বেলুন উড়ানো, পিঠা উৎসব এবং আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানটি আয়োজন করেন, গুরুদাসপুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ আর্চারি ফেডারেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান।

বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজিব উদ্দিন আহমেদ চপল, বাংলাদেশ সেপাক টাকরো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক ঢালি, খুবজিপুরের কৃতি সন্তান ডা. মো. সিরাজুল ইসলাম শিশির, সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম এবং গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ গোলাম সারওয়ার। এছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আফরোজের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার তরুণ-তরুণীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

ইএইচ