কাউখালীতে নিষিদ্ধ পলিথিন রাখায় ব্যবসায়ীকে জরিমানা

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৫, ০৩:৪৭ পিএম

পিরোজপুরের কাউখালীতে নিষিদ্ধ ঘোষিত পলিথিন রাখার অপরাধে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা ও ৫৪ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলা দক্ষিণ বাজারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ বাজারে পলিথিন বিরোধী অভিযানে সাইমুন স্টোর থেকে ৫৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় খোলা জায়গায় থেকে পরিত্যক্ত অবস্থায় ১২০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ বলেন, নিষিদ্ধ পলিথিন রাখায় এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা ও ৫৪ কেজি পলিথিন জব্দ করা হয়।

এ সময় পরিত্যক্ত অবস্থায় আরও ১২০ কেজি পলিথিন উদ্ধার করা হয়েছে। নিষিদ্ধ পলিথিন বন্ধের জন্য এ অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ