ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের

দেশের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৫, ০৪:৩৬ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামির নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের  বলেছেন, ‘দেশের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, দুর্নীতির বিরুদ্ধে  সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’।

শুক্রবার সকালে কুমিল্লার মনোহরগঞ্জ  সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে জামায়াত আয়োজিত বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মনোহরগঞ্জ উপজেলা কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা নুরুন্নবী।

মনোহরগঞ্জ উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা ফয়জুর রহমান ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ উল্লাহ এর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি বক্তব্য দেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের।

বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের আসল এদেশ নয়, তাদের আসল দেশ হচ্ছে ভারত। এদেশের সম্পদ লুটপাট করে তারা ভারতে পালিয়ে গেছে।

তিনি বলেন, ৭১ সাল থেকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, এখনো ষড়যন্ত্র করছে। ভারত আওয়ামী লুটপাটকারীদের আশ্রয় দিয়েছে। তারা দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র করছে, সকল দলকে স্বাধীন সার্বভৌম প্রশ্ন এক কাতারে এসে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।

গত দুই-তিনদিন ধরে ছাত্রদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে, সেসব ষড়যন্ত্র মোকাবিলা করতে আমাদের সজাগ থাকতে হবে।

অন্তর্বর্তী সরকারের প্রতি প্রয়োজনীয় সংস্কার করে অবাধ নিরপেক্ষ নির্বাচন দেয়ার দাবি জানান তিনি।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ আবদুর রব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সেক্রেটারি এটিএম মাছুম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহাজান, সেক্রেটারি ড. একেএম সারওয়ার উদ্দিন সিদ্দিকী, সহ সেক্রেটারি ডা. আব্দুল মুবিন, মু. মাহফুজুর রহমান, বিজনেস ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান সোহাগ, লাকসাম পৌরসভার আমির মু. জয়নাল আবেদীন পাটোয়ারী,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ উল্লাহ।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন, মাওলানা জহিরুল ইসলাম জাবেরী, শাহাবুদ্দিন আহমেদ, ডা. কাউসার হামিদ, সৈয়দ কামরুল হাসান, সাইফুল বারি তুহিন, মৈশাতুয়া ইউনিয়ন জামায়াতের আমির মহিউদ্দিন, খিলা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুর রহিম, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, আবদুল্লাহ আল নোমান, রবিউল ইসলাম, মিজানুর রহমান, আবদুল গোফরান, সাইফুল সালেহী, মাওলানা আবদুল মোতালেব, মাওলানা মাকসুদুল আলমসহ নেতৃবৃন্দ।

ইএইচ