রাউজানে গুলি করে ব্যবসায়ীকে হত্যা

রাউজান প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৫, ০৫:৩১ পিএম

চট্টগ্রামের রাউজান উপজেলায় গুলিবিদ্ধ হয়ে মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৫৫) নামের এক ব‍্যাবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আব্বাস (৩৯) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে।

শুক্রবার দুপুরে আছদ আলী মাতব্বর পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতের ছোট ভাই দিদার ও স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে ব্যবসায়ী নোয়াপাড়া মাকসুদ কমিউনিটি সেন্টারের মালিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম নামাজ শেষে ম‍্যানেজার আব্বাসকে নিয়ে মোটরবাইকযোগে বাড়িতে যাচ্ছিলেন। যাওয়ার পথে আছদআলী মাতব্বর পাড়ায় পৌঁছলে অজ্ঞাত অস্ত্রধারী দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং বাইকে থাকা আব্বাসও মাথায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নগরীর এভারকেয়ার হাসপাতালের জরুরি বিভাগে নিহতের লাশ গ্রহণ করার জন্য স্বজনদের অপেক্ষারত দেখা যায়।

রাউজান থানার অফিসার ইনচার্জ একেএম সফিকুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

ইএইচ