জয়পুরহাটে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময়

আলী হাসান, জয়পুরহাট প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৫, ০৭:৫৯ পিএম

জয়পুরহাটে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৩টায় জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে জয়পুরহাট জাতীয় নাগরিক কমিটি এ মতবিনিময় সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সাইফ মুস্তাফিজ, কেন্দ্রীয় মুখপাত্র তাহসিন রিয়াজ, কেন্দ্রীয় সংগঠক সাকিব মাহাদী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জয়পুরহাটের অন্যতম সমন্বয়ক আশরাফুল ইসলাম ও নাজমুস সাকি, জাতীয় নাগরিক কমিটির জয়পুরহাট জেলা সংগঠক প্রকৌশলী গোলাম মর্তুজা, সোহেল রানা ওমর আলী বাবু ও রাশেদুজ্জামান আল হাসান।

ইএইচ