বরিশালের বাবুগঞ্জে স্কুলছাত্র রাব্বি হত্যার বিচারের দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর নামক স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
এ সময় সড়কের দু’পাশে সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
শনিবার সকাল সাড়ে দশটায় প্রথমে সড়কের দুপাশে মানববন্ধন অনুষ্ঠিত হলেও পরবর্তীতে প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল শুরু করেন।
এতে সড়কে দু’পাশে তীব্র যান সৃষ্টি হলে থানা পুলিশ এসে তা নিয়ন্ত্রণ করে।
এ ঘটনায় এয়ারপোর্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাই তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়েছে নিহতের পরিবার।
ইএইচ