জামালপুরে ধানের চারা রোপনে রাইস ট্রান্সপ্লান্টারের উদ্বোধন

জামালপুর প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৫, ০৫:৫৭ পিএম

ধানের চারা রোপনে খরচ কমাতে রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষ্যে শনিবার দুপুরে জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের শিমুলতলী মোড়ে এ কার্যক্রম উদ্বোধনের আয়োজন করা হয়।

কার্যক্রমের উদ্বোধন করেন, কৃষি অধিদপ্তর জামালপুর জেলা কার্যালয়ের উপ পরিচালক জাকিয়া সুলতানা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহিদ পিংকী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, সদর উপজেলা কৃষি অফিসার মো. এমদাদুল হক।

এছাড়াও বক্তব্য দেন, কৃষি বিভাগের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা পিকন কুমার সাহা, অতিরিক্ত উপ-পরিচালক হারুনুর রশিদ, অতিরিক্ত কৃষি অফিসার দিলরুবা আক্তার, উপসহকারী কৃষি কর্মকর্তা ফরিদুল ইসলাম, কৃষক প্রতিনিধি আশরাফ হোসেন ও আল আমিন প্রমুখ।

ইএইচ