শাহজাদপুরে বিএনপির জনসভা

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৫, ০৭:০০ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নুকালি হাইস্কুল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল  ৩টায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় পোতাজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম তালুকদার চন্নুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির (রাজশাহী বিভাগ) সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত।

এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন- সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. এম এ মুহিত।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, শাহজাদপুর উপজেলা বিএনপির সভাপতি মো. ইকবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির  সভাপতি মো. এমদাদুল হক নওশাদ, সাধারণ সম্পাদক হাজী আইয়ুব আলী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রায়হান উদ্দিন, আব্দুস সালাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আল আমিন হোসেন, পৌর বিএনপি‍‍`র সাংগঠনিক সম্পাদক মো. ইয়াছিন আলী, শাহজাদপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ, যুগ্ম-আহবায়ক মো. জাহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারিকুল ইসলাম চৌধুরী সাকিক, উপজেলা কৃষক দলের সভাপতি আবু বক্কার রঞ্জু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক বখতিয়ার ভুঁইয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নাদিম আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন জুয়েল, যুগ্ম-আহবায়ক মো. ইউনুছ আলী প্রমুখ।

ইএইচ