টাঙ্গাইলের মধুপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতায় বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও সমাবেশ করেছে। অরণখোলা ইউনিয়ন বিএনপি আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রোববার উপজেলার কাকরাইদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে অরণখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- পৌর বিএনপির সহ-সভাপতি আনোয়ারা খন্দকার লিলি, সাংগঠনিক সম্পাদক প্রভাষক ফরহাদ হোসেন তরফদার, নাসিম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক এম ওবায়দুল্লাহ মাস্টার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রবিন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক চাঁন মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক হযরত আলী শেখ, সদস্য সচিব শাহাদত হোসেন ফকির, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আবু সাইদ প্রমুখ।
ইএইচ