পলাশবাড়ীতে জিয়া মঞ্চের কমিটি গঠন

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৫, ১১:২৮ এএম

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ড জিয়া মঞ্চের কমিটি গঠন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার রাতে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের দিঘলকান্দি মধ্যপাড়া আনোয়ার হোসেনের বাড়ি চত্বরে আলোচনা অনুষ্ঠিত হয়।

কিশোরগাড়ী ইউনিয়ন জিয়া মঞ্চের সদস্য সচিব সোলাইমান মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক মিজানুর রহমান সেলিম।

সভায় প্রধান বক্তার বক্তব্য দেন- জেলা শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম রাজা।

বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক কাজল মাহমুদ, সদস্য সচিব জসিম উদ্দীন খান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাশার লিটন, জেলা যুবদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক জাকির হোসেন লিটন, কিশোরগাড়ী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বেনজির আহম্মেদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক শাহিন সরকার, উপজেলা তাঁতীদল আহবায়ক মিলন সরকার, উপজেলা মৎস্যজীবি দল সদস্য সচিব আল আমিন ও কিশোরগাড়ী মৎস্যজীবি দল সভাপতি শাহজাহান মন্ডল।

সভাটির সঞ্চালনায় ছিলেন কিশোরগাড়ী ইউনিয়ন জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন।

পরে উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মিজানুর রহমান সেলিম কিশোরগাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ড জিয়া মঞ্চের কমিটি ঘোষণা করেন।

সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সোহেল রানা ও সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়াকে নির্বাচিত ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

ইএইচ