ভেড়ামারায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

ভেড়ামারা প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৫, ০১:৪৯ পিএম

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা চত্বরে ভেড়ামারা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে এবং যশোর অঞ্চলের টেকসের কৃষি সম্প্রসারণ প্রকল্পের সহযোগিতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

মেলায় কৃষকরা বিভিন্ন ধরনের ফলের, ফুলের স্টল বসেছে, এছাড়াও আধুনিক কৃষি সরঞ্জাম এ মেলায় প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কৃষিবিদ সুফি মো. রফিকুজ্জামান উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি কুষ্টিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষ প্রকল্প পরিচালক যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার ভেড়ামারা।

বক্তব্য দেন- টিপু সুলতান স্বপন অতিরিক্ত পরিচালক (উদ্যান) ডিএই কুষ্টিয়া, মামুন আব্দুল্লাহ মনিটরিং ও মূল্যায়ন কমকর্তা প্রকল্প যশোর অঞ্চল, কৃষিবিদ মাহমুদা সুলতানা উপজেলা কৃষি অফিসার, আশফাকুল রহমান কৃষি সম্প্রসারণ অফিসার ভেড়ামারা, বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ সাবেক উপজেলা কমান্ডার।

ইএইচ