তারুণ্যের উৎসব ২০২৫

কাপ্তাইয়ে তথ্য অফিসে মতবিনিময় সভা

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৫, ০৩:১৪ পিএম

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে ‘বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে’ শীর্ষক এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) উপজেলা সম্মেলন কক্ষ কিন্নরীতে বেলা সাড়ে ১১টায় উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি যুব উন্নয়ন কার্যালয়ের উপ পরিচালক মো. শাহজাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরি। 

উপজেলা তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এনামুল হক হাজারী, চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতাল পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, রাঙামাটি জেলা বিএনপি সহ সভাপতি ডা. রহমত উল্লাহ, জেলা বিএনপি যুগ্ন সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দিলদার হোসেন, উপজেলা বিএনপি সভাপতি মো. লোকমান আহমেদ। 

এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী যুব কর্মকর্তা মো. জাকির হোসেন সহ বিপুল সংখ্যক তরুণ-তরুণীরা।

এসময় বক্তারা বলেন, দেশ এবং জাতির দুঃসময়ে সবসময় তরুণ যুবরায় ভূমিকা রেখে থাকে। এই যুবসমাজকে সচেতন ও দায়িত্ববান হতে হবে। তাহলে দেশের মাদক, দুর্নীতি সহ অপরাধ প্রবণতা কমবে।

এদিকে একইদিন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সামাজিক কর্মকাণ্ড ও সেচ্ছাসেবক মুলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতা মুলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন জেলা যুব উন্নয়ন অফিসের উপ পরিচালক মো. শাহজাহান।  এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরি।

এসময় বক্তারা বলেন যুবদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে যুবদের ঋণ প্রদান করা হয়ে থাকে। এই ঋণের অর্থ সঠিক ব্যবহারের মাধ্যমে যুবারা নিজেকে ভাগ্যবদল করতে পারে। এ ব্যাপারে তাদের বিশেষ সচেতন হতে হবে।

বিআরইউ