তারুণ্যের উৎসব-২৫ উদযাপন উপলক্ষে শীর্ষক আলোচনা সভা

কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৫, ০৮:২৫ পিএম

তারুণ্যের উৎসব-২৫ উদযাপন উপলক্ষে "বিজয়ের উল্লাসে,তারুণ্যের উচ্ছ্বাসে" কুড়িগ্রামে এক শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রাম জেলা তথ্য অফিসের আয়োজনে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে সোমবার এ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা  প্রশাসক নুসরাত সুলতানা।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিভিল সার্জন মঞ্জুর এ মোর্শেদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাদাত হোসেন , ইসলামিক ফাউন্ডেশনের কুড়িগ্রাম  উপপরিচালক আবদুর রাজ্জাক রনি, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান , জেলা তথ্য অফিসার শাহজাহান আলী,কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার মাহফুুজার রহমান, সাংবাদিক আশরাফুল হক রুবেল,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম সদস্য সচিব আপেল মামুদ,মুখ্য সংগঠক সাদিকুর রহমান,সংগঠক আলমগীর প্রমুখ।

আরএস