প্রেসক্লাব রাজারহাটের শীতবস্ত্র বিতরণ

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৫, ০২:৩৬ পিএম

প্রেসক্লাব রাজারহাটের উদ্যোগে দুই শতাধিক মেহনতি, অসহায় দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান।

বুধবার দুপুরে প্রেসক্লাবে শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মো. গোলাম রসুল রাখি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামির আমির মাওলানা কফিলউদ্দিন, প্রেসক্লাব সভাপতি ও উপজেলা যুবদল আহ্বায়ক আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক প্রহল্লাদ মন্ডল সৈকত, যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ লাভলু, সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান শিমু, প্রেসক্লাব সদস্য মোহাম্মদ আলী অ্যাটম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব নয়ন আলী, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল মিজান মাহিন ও মশিউর রহমান।

ইএইচ