মেলার সময় বাড়াতে ব্যবসায়ীদের আবেদনে সাড়া দেয়নি কর্তৃপক্ষ

রফিকুল ইসলাম, পূর্বাচল প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৫, ০৪:৩৬ পিএম

পূর্বাচলে আয়োজিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় বাড়াতে ব্যবসায়ীদের আবেদনে সাড়া দেয়নি, আয়োজক প্রতিষ্ঠান ইপিবি।

সোমবার ২৫৬টি ব্যবসাপ্রতিষ্ঠান যৌথ স্বাক্ষরে আবেদনটি বাণিজ্য মন্ত্রণালয় এবং ইপিবিতে পাঠিয়েছিলেন।

শৈত্যপ্রবাহসহ নানা কারণে আশানুরূপ ক্রেতা পাননি বলে দাবি অনেক স্টল মালিকের।

তাদের দাবি, মেলায় এ পর্যন্ত ১৩ থেকে ১৪ লাখ লোকের সমাগম ঘটেছে। ফলে তারা লোকসানের সম্মুখীন হচ্ছেন। বিষয়টি বিবেচনায় নিয়ে মেলার সময় অন্তত তিন সপ্তাহ বাড়ানোর আবেদন করা হয়।

মেলায় আসা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আরও জানা যায়, এ বছর দেশের চলমান পরিস্থিতিতে ১ জানুয়ারি মেলা শুরু হলেও প্রথম দিকে তীব্র শীত ও বৈরী আবহাওয়ায় মেলায় ক্রেতাসমাগম খুবই কম ছিল। সরকারি ছুটির দিনে দর্শনার্থী থাকলেও ক্রেতা ছিল কম।

আবার অনেকেই সময় মতো স্টল প্যাভিলিয়ন নির্মাণ করতে পারেনি। যে টাকায় বরাদ্দ নিয়েছে সে টাকা তুলতে না পারার আশঙ্কা রয়েছে অনেকের। তাই তারা সময় বাড়ানোর দাবি জানিয়েছিলেন।

তবে ইপিবি বলছে, আগামী ৩১ জানুয়ারি শুক্রবার মেলার সমাপনী অনুষ্ঠান হবে। প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। এ বিষয়ে আমন্ত্রণ জানানো হয়েছে।

উল্লেখ্য, এবারের বাণিজ্য মেলায় বিশ্বের ৭টি দেশের ১১টি প্রতিষ্ঠানসহ রয়েছে ৩৬২টি স্টল ও প্যাভিলিয়ন। জুলাই-আগস্ট অভ্যুত্থানকে প্রাধান্য দিয়ে করা হয়েছে জুলাই চত্বর, ছত্রিশ চত্বর ও তারুণ্যের প্যাভিলিয়ন। ই-টিকিটের ব্যবস্থা থাকায় প্রবেশ পথে রয়েছে ভিন্ন ব্যবস্থা।

ইএইচ