ভূঞাপুরে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ে তারুণ্যের উৎসব উদযাপন

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৫, ০৫:২০ পিএম

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপিত হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে নানা আয়োজনে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন- গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ বসাক।

গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে চারটি স্টল বসানো হয়।

স্টলগুলোতে শোভা পায় শিক্ষার্থীদের তৈরি হরেক রকমের পিঠাপুলি।

সুস্বাদু এসব পিঠাপুলির খেতে স্টলটিতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লেগে থাকে। দুটি স্টলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি বিভিন্ন প্রদর্শনী প্রদর্শন করা হয়।

এছাড়াও মেকানিক্যাল যন্ত্রপাতি ও তথ্য প্রযুক্তি সম্পর্কে শিক্ষার্থীদের বিশেষ ধারণা প্রদান করা হয়। পরে বিদ্যালয় মঞ্চে কবিতা আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশিত হয়।

ইএইচ