চট্টগ্রামের রাউজান উপজেলায় বিদ্যালয়ের তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের মাঠের স্টলে স্টলে শোভা পেয়েছে শিক্ষার্থীদের অংশগ্রহণে নিজের হাতে আঁকা জুলাই বিপ্লবের ঘটনার নানা চিত্র প্রদশর্নী।
এসব স্টলে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের ভিড় ছিল সারাদিন।
এছাড়াও জুলাই বিপ্লবে শহিদ হওয়া আবু সাঈদ, মীর মুগ্ধ, ওয়াসিম ও শান্তর নামে দেয়া হয় এসব স্টলের নাম।
বুধবার দুপুরে উপজেলার নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপলক্ষ্যে এ আয়োজন করা হয়।
এ উপলক্ষ্যে আলোচনা সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ হাবিব উল্লাহ মাস্টারের সভাপতিত্বে ও শিক্ষক লক্ষ্মীরাণী বৈদ্যের সঞ্চালনায় এতে উদ্বোধক ছিলেন রাউজান উপজেলা শিক্ষা কার্যালয়ের অ্যাকাডেমিক সুপার ভাইজার স্বজল চন্দ চন্দ্র।
অতিথি ছিলেন কৃষি ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক আবদুল মালেক, নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আবছার, শহিদ নুরুল আলম স্মৃতি সংসদ সভাপতি আবদুল হামিদ, উপজেলা যুবদলের সহ-সভাপতি কাসেম রানা, মুহাম্মদ দিদারুল আলম, শহিদুল আলম, এস্কান্দর আলম।
বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খবির উদ্দিন, দেবু প্রসাদ বড়ুয়া, কমল বড়ুয়া, এম এ ফয়েজ, জাফর ইকবাল।
ইএইচ