ময়মনসিংহের নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ আহমেদের মানবিক কর্মকাণ্ডে খুশি বৃদ্ধাশ্রমের অসহায় নারী-পুরুষ।
রাস্তায় পড়ে থাকা অজ্ঞাতনামা অসহায় এক বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসাসেবা দিয়ে বৃদ্ধাশ্রমে থাকার ব্যবস্থা করে দেন তিনি।
পাশাপাশি ওই মহিলার দায়িত্ব নেওয়াসহ বৃদ্ধাশ্রমের সকল অসহায় নারী-পুরুষকে উন্নতমানের খাবার ও নগদ আর্থিক অনুদান দেওয়ায় প্রশংসায় ভাসছেন মানবিক ওসি মো. ফরিদ আহম্মেদ।
এ বিষয়ে অজ্ঞাতনামা ওই বৃদ্ধাকে বৃদ্ধাশ্রমে নারী-পুরুষের কাছে পেয়ে স্বজন হারানো অসহায় নারী-পুরুষরা ওসির জন্য প্রাণ ভরে দোয়া করেন।
জানা গেছে, অফিসার ইনচার্জ মো. ফরিদ আহমেদ নান্দাইলে যোগদানের পর থেকেই ‘মানব সেবাই পুলিশের লক্ষ্য’ এ স্লোগানকে সামনে নিয়ে আইনিসেবা ও আর্থিক সহায়তাসহ সাধারণ মানুষের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছেন। এছাড়া জুয়া ও মাদকের বিরুদ্ধে জিরোটলারেন্স ঘোষণা করে অর্ধশতাধিক জুয়াড়ি, মাদকসেবনকারী ও মাদক ব্যবসায়ীকে জেলহাজতে প্রেরণ করেন।
গত একসপ্তাহ পূর্বে নান্দাইল চৌরাস্তা এলাকায় রাস্তায় পড়ে থাকা অজ্ঞাতনামা ষাটোর্ধ্ব অসুস্থ অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছিলেন এবং চিকিৎসার সকল খরচ বহনসহ খোঁজখবর নেন।
পরবর্তীতে বুধবার ওই বৃদ্ধাকে উপজেলার চরবৈতাগৈর ইউনিয়নের চরকামটখালী গ্রামে স্থাপিত মাতৃছায়া সমাজকল্যাণ সংস্থা ও বৃদ্ধাশ্রমে থাকার ব্যবস্থা করে দিয়েছেন।
পাশাপাশি বৃদ্ধাশ্রমের অসহায় ১৬ জন নারী-পুরুষ ও স্টাফ সহ ২০ জনকে একবেলা উন্নতমানের খাবার ও পানির বোতল পরিবেশন করেন। সেই সাথে বৃদ্ধাশ্রমের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নিকট বৃদ্ধাশ্রমের ব্যক্তিদের জন্য ওসির নিজস্ব অর্থায়নে নগদ আর্থিক কিছু অনুদান প্রদান করেন।
এছাড়া গত ২৬ জানুয়ারি প্রশাসনিক কাজে ময়মনসিংহ জেলা সদরে অবস্থানকালে নান্দাইলের এক বৃদ্ধ লোক বিচারপ্রার্থীর জন্য জেলা পুলিশ অফিসারের কার্যালয়ের সামনে দেখা হলে তিনি তাৎক্ষণিক ওই বৃদ্ধাকে সঠিক আইনি সমাধানের বিষয়ে আশ্বস্ত করেন এবং বৃদ্ধাকে বাড়ি যাওয়ার জন্য গাড়িভাড়া বাবদ নগদ টাকা প্রদান করেন। বৃদ্ধাশ্রমের পরিচালক রফিকুল ইসলাম ওসি ফরিদ আহমেদকে ধন্যবাদ জানিয়ে বলেন, অফিসার ইনচার্জের এমন কর্মকাণ্ডে এলাকার সকলেই খুশি।
এ বিষয়ে অফিসার ইনচার্জ মো. ফরিদ আহমেদ বলেন, কিছুদিন পূর্বে খবর পেয়ে বৃদ্ধ মহিলাকে রাস্তা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। যেহেতু উনার পরিচয় নেই, তাই উনি সুস্থ হওয়ায় তাকে বৃদ্ধাশ্রমে থাকার ব্যবস্থা করে দিয়েছি। এটা আমার দায়িত্ববোধ থেকেই করেছি। কারণ মানুষ মানুষের জন্য। এরকম মানবিক কাজে সকলকে এগিয়ে আসা উচিত।
ইএইচ