স্টেশনারি দোকানে মজুদ ৩০ বস্তা সার জব্দ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৫, ১২:১১ এএম

টাঙ্গাইলের মির্জাপুরে স্টেশনারি দোকানে মজুদ করা ৩০ বস্তা সার জব্দ করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় উপজেলার জামুর্কী ইউনিয়নের কদিম ধল্যা বাজার থেকে উপ-সহকারী কৃষি কর্মকর্তা সঞ্জয় সরকার সারগুলো জব্দ করেন।

কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার জামুর্কী ইউনিয়নের কদিম ধল্যা বাসস্ট্যান্ড এলাকায় সাইফুল ইসলাম নামে এক ব্যক্তির স্টেশনারি দোকানে খোলা বস্তায় সার বিক্রি হচ্ছিল। খবর পেয়ে কৃষি বিভাগের পক্ষ থেকে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ৩০ বস্তা সার জব্দ করে কৃষি কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়।

পাকুল্যা এলাকার সারের ডিলার রেমন ট্রেডার্স এর ব্যবস্থাপক মুসলিম উদ্দিন অন্য জায়গা থেকে সার কিনে সাইফুল ইসলামের দোকানে রেখে বিক্রি করছিলেন বলে জানা গেছে।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জরুরিভাবে সারগুলো জব্দ করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বৃহস্পতিবার আইনানুগ পদক্ষেপ নেয়া হবে।

ইএইচ