রূপগঞ্জে দেশীয় অস্ত্রসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার

রূপগঞ্জ প্রতিনিধি: প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫, ১২:৩৯ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোলাকান্দাইল বালিয়াপাড়া রোডে শের আলীর ইট ভাটা সংলগ্ন পূর্বাচল প্রিমিয়ার সিটির বালুর মাঠ কাঁশবনের মধ্য থেকে বোমা সাদৃশ্য ককটেল ও ডাকাতির সরঞ্জাম পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে ভুলতা ফাঁড়ির পুলিশ।

শুক্রবার ( ৩১ জানুয়ারি) বিকাল ৫ টার দিকে মাঠে এক রাখাল গরুর ঘাস কাটতে এলে কাশবনের মধ্যে মুখবাধা বোমা সাদৃশ্য ব্যাগ দেখতে পেয়ে এলাকাবাসীকে জানান। 

এলাকাবাসী ৯৯৯ নাম্বারে কল দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে কাশবনের মধ্য থেকে ব্যাগভর্তি বেশ কয়েকটি বোমা সাদৃশ্য ককটেল এবং বালুর মধ্যে থেকে তিনটি ছোরা, একটি তালা/তার কাটার কাঁচি, দু‍‍`টি সুচালো লোহার রড ও ডাকাতির বিভিন্ন ধরনের সরঞ্জাম উদ্ধার করে।

এ ঘটনায় ভুলতা ফাঁড়ির ইনস্পেক্টর মিজানুর রহমান বলেন আমরা ৯৯৯ নাম্বারে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় ডাকাতির সরঞ্জাম উদ্ধার করি এবং ঢাকা থেকে বোমা ডিসপোজাল ইউনিট এসে বোমা নিষ্ক্রিয় করে উদ্ধার করেছেন। আর ডাকাতদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

বিআরইউ