সুনামগঞ্জে ৮৫৫ বোতল ভারতীয় মদ জব্দ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫, ০১:১৫ পিএম

সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে অভিযানে চালিয়ে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ব্রান্ডের ৮৫৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার ভোররাতে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) আওতাধীন বনগাঁও, নারায়ণতলা, ডলুরা ও বিরেন্দ্রনগর বিওপির বিশেষ টহল দল পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ব্রান্ডের ৮৫৫ বোতল ভারতীয় মদ জব্দ করে। যার আনুমানিক সিজার মূল্য ১২ লাখ ৮২ হাজার ৫শ টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, জব্দকৃত মদগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিআরইউ