দুর্গম এলাকায় দীঘিনালা জোনের শীতবস্ত্র বিতরণ

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫, ০২:৫০ পিএম

খাগড়াছড়ির দীঘিনালায় কবাখালী ইউনিয়নের দুর্গম জোড়াব্রীজ হাজাছড়া এলাকায় শতাধিক অসহায় শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেছে দীঘিনালা জোনের ৪ ইস্ট বেঙ্গল।

শনিবার দুপুরে কবাখালী ইউনিয়নের জোড়াব্রীজ হাজাছড়া এলাকার হাজাছড়া জোড়াব্রীজ নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ৪ ইস্ট বেঙ্গল বেবী টাইগার্স দীঘিনালা সেনা জোনের উপ-অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর মো. সিয়াম হাসান, পিএসসি।

এ সময় উপস্থিত ছিলেন- দীঘিনালা সেনা জোনের অনা. লে. আব্দুল মান্নান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. সাখাওয়াত হোসেন, কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা, প্যানেল চেয়ারম্যান বিপুরীতা চাকমা, ৩নং ওয়ার্ড সদস্য অমিয় চাকমা ও স্মৃতিকঞ্চর চাকমাসহ স্থানীয় (মৌজা প্রধান (হেডম্যান) ও গ্রাম প্রধান (কার্বারী)।

ইএইচ