বরিশালে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড অনুষ্ঠিত

বরিশাল ব্যুরো প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৩:০৩ পিএম

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রথমবারের মতো বরিশালেও লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড আয়োজন করেছে।

এ আয়োজনের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে মাতৃভাষা চর্চা, প্রচার ও প্রসার ঘটানোই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মূল লক্ষ্য।

শনিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের পর বেলুন ও ফেস্টুন উড়িয়ে লিঙ্গুইন্টিস্টক অলিম্পিয়াড বরিশাল অঞ্চল পর্বের উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মো. ওমর ফারুক, বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গৌতম বাড়ৈ (উপসচিব), বরিশাল সরকারি মডেল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. আবু মামুনসহ আঞ্চলিক উপ-কমিটির সদস্যবৃন্দ।

স্বাগত বক্তব্য দেন- আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক (উপসচিব) আবুল কালাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড এর সদস্য-সচিব ও আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উপপরিচালক (প্রশাসন) মো. আবদুল কাদের।

এ অনুষ্ঠানে বরিশাল অঞ্চল ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি ক) ক্যাটেগরিতে ১২১ জন এবং দশম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি খ) ক্যাটেগরিতে ১১৭ জন শিক্ষার্থী এবং সর্বমোট ২৩৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এর আগে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ১ ঘণ্টাব্যাপী লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড-এর নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। এ পরীক্ষার মধ্য দিয়ে ২০ জনকে বাছাই করা হবে। এরা পরবর্তীতে জাতীয় অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, ভাষা মানুষের পরম সম্পদ। মাতৃভাষা চর্চার মধ্য দিয়েই একটি জনগোষ্ঠী তার মনন, মেধা ও চিন্তা প্রকাশ করে। পৃথিবীতে অনেক মাতৃভাষা বিপন্ন অবস্থায় রয়েছে এসব ভাষা সঠিকভাবে চর্চা না করলে তা মৃত্যুমুখে পতিত হবে। কাজেই বিপন্ন ভাষা চর্চা, অনুশীলন, পুনরুজ্জীবন, নথিবদ্ধকরণ আবশ্যক। লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড আয়োজনের লক্ষ্য বিশ্বের প্রতিটি মাতৃভাষা চর্চাকে উৎসাহিত করা। মাতৃভাষা হারিয়ে যাওয়া মানে ঐ ভাষার কৃষ্টি, সংস্কৃতি ও সভ্যতা বিলীন হয়ে যাওয়া। ভাষা বিজ্ঞানীদের অনুমান আগামী ৫০/৬০ বছরের মধ্যে বিশ্বের শতকরা ৯০ ভাগ ভাষা পৃথিবী থেকে হারিয়ে যাবে। ভাষা হোক সবার মত প্রকাশের হাতিয়ার। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এ কাজটি করে যাচ্ছে। রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও ঢাকা অঞ্চল থেকে ক-ক্যাটেগরিতে ১০ জন করে মোট ৮০ জন এবং খ- ক্যাটেগরিতে ১০ জন করে মোট ৮০ জন ফাইনাল রাউন্ডে আগামী ১২ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ঢাকায় অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় অংশ নিবে। ফাইনাল রাউন্ডে ২ ক্যাটেগরিতে ৩ জন করে মোট ৬ জন প্রধান উপদেষ্টার নিকট থেকে একুশের অনুষ্ঠানমালায় পুরস্কার গ্রহণ করবেন বলে প্রত্যাশা করা যায় এবং ক ও ‘খ’ ক্যাটেগরি থেকে প্রথম ২ জন এবছর অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পাবেন।

ইএইচ