পথের ফুল ফাউন্ডেশনের বর্ষপূর্তি উদযাপন

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৪:২৫ পিএম

ফেনীতে শিক্ষাসামগ্রী বিতরণ, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘পথেরফুল ফাউন্ডেশন’ এর ৭ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

শুক্রবার রাতে শহরের একটি কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্বখ্যাত নাশিদ শিল্পী ইকবাল হোসেন জীবন।

পথের ফুল ফাউন্ডেশনের সভাপতি কলামিস্ট শফিউল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন- পথের ফুল ফাউন্ডেশনের উপদেষ্টা খুরশিদ আলম, কবি আলাউদ্দিন আদর, মাওলানা জামাল উদ্দিন, আহমেদ আলী নয়ন ও ওসমান গণি রাসেল।

স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাবেক সেক্রেটারি সুলতান মাহমুদ টিপু।

অনুষ্ঠানে ইসলামি সংগীতের সুরের মুর্ছনায় হল মাতিয়ে তুলেন নাশিদ শিল্পী ইকবাল হোসেন জীবন।

এর আগে পথেরফুল ফাউন্ডেশনের ২০২৫-২৬ সেশনের জন্য কার্যকরী কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। আন্তর্জাতিক নাশিদ আর্টিস্ট ইকবাল হোসেন জীবন এ কমিটির নাম ঘোষণা করেন।

ইএইচ