ময়মনসিংহে মেডিকেল গেইট রেল ক্রসিং এলাকার সড়কটি দীর্ঘদিন যাবৎ বেহাল দশায় পতিত রয়েছে । রেল লাইনের মেরামতের ফলে সড়কটি উঁচু-নিচু হওয়ার কারণে এ সড়কে চলাচল করা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে করে যাত্রী ও সাধারণ মানুষ প্রতিনিয়ত পড়ছে চরম বিপাকে। সড়কটির অবস্থা জরাজীর্ণ হওয়ায় যানবাহন ও পথচারীদের নিরাপত্তা নিয়ে জনমনে উদ্বিগ্ন বিরাজ করছে।
এ বিষয়ে স্থানীয়রা জানান, এটি একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। সড়কটি দ্রুত মেরামত করা না হলে দুর্ঘটনার প্রবণতা বেড়ে যাবে।
শরিফুল ইসলাম জানান, আমরা অনেক দিন ধরে এই রেল ক্রসিংটি নিরাপদ করার জন্য আবেদন জানিয়ে আসছি, কিন্তু সংশ্লিষ্ট মহল থেকে কোন পদক্ষেপ নেয়া হয়নি।
এদিকে, মসিক প্রকৌশল বিভাগ জানায়, সড়কটি সংস্কারের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য একটি প্রস্তাব প্রস্তুত করা হয়েছে, যা শিগগিরই সিটি কর্পোরেশনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেয়া হবে। তবে, সড়কটির পুরোপুরি সংস্কারের জন্য প্রাথমিকভাবে প্রায় লাখ টাকা ব্যয়ে মেরামত কাজের প্রস্তাব করা হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, গত এক বছরে মেডিকেল গেট রেল ক্রসিংয়ে তিনটি বড় দুর্ঘটনা ঘটেছে। যার মধ্যে দুটি দুর্ঘটনায় প্রায় ৫ জন আহত হয়েছেন। এছাড়া প্রায়ই ছোটখাটো দুর্ঘটনার কবলে পড়ছেন পথচারী ও স্থানীয়রা।
অন্যদিকে, বিশেষজ্ঞরা মনে করছেন, সড়কটির সংস্কারের জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা জরুরি। এতে দুর্ঘটনা এবং দুর্ঘটনাজনিত ক্ষতি কমানো সম্ভব হবে।
মসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মিঞা জানান, অতি সত্তর কাজ শুরু করা হবে।
বিআরইউ