নাটোরে বিদ্যুৎপৃষ্ট হয়ে হোটেল কর্মচারীর মৃত্যু

নাটোর প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৪:৩৭ পিএম

নাটোরে বিদ্যুৎপৃষ্ট হয়ে তানভীর আহমেদ নামে এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে। নিহত তানভীর আহমেদ শহরের চকরামপুর এলাকার আব্দুস সালামের ছেলে। তিনি পচুর হোটেলে কর্মচারীর কাজ করতেন।

শনিবার দুপুর ১২টার দিকে শহরের চকরামপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তানভীর হোটেলের টেবিল পরিষ্কার করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায়। এ সময় হোটেলের অন্য কর্মচারীরা তাকে উদ্ধার করে দ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। 
নাটোর সদর থানা পুলিশের কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ইএইচ