মাদারীপুরে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে উদ্যোক্তা মেলা

জাহিদ হাসান, মাদারীপুর প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৫:২৮ পিএম

মাদারীপুরে তারুণ্যের উৎস ২০২৫ উপলক্ষ্যে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় জেলার সমন্বয় অফিসের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় মাদারীপুর জেলা প্রশাসক ইয়াছমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিসিকের আঞ্চলিক পরিচালক ড. মো. আলমগীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীসহ অনেকে।

ইএইচ