সন্দ্বীপে শিক্ষাবিদ ছায়েদুল হক মেধাবৃত্তি ও শ্রেষ্ঠ শিক্ষক সংবর্ধনা প্রদান

সন্দ্বীপ প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৫:৩৭ পিএম

শিক্ষা ও জনকল্যাণমূলক সামাজিক প্রতিষ্ঠান মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাবিদ ছায়েদুল হক মেধাবৃত্তি-২০২৪ এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি প্রদান  অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

পাশাপাশি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এর শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ গার্লস গাইডেন্স, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক, শ্রেষ্ঠ গার্লস গাইডকে শিক্ষা সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়।

শনিবার চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গুপ্তছড়া বাজারে ফাউন্ডেশন প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাজী শামসুল আহসান খোকনের সঞ্চালনায়, ফাউন্ডেশন সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে অনুষ্ঠানের প্রধান অতিথি ইয়ুথ গ্রুপের ফাউন্ডার চেয়ারম্যান ও বিশিষ্ট লেখক ড. আবুল কাসেম হায়দার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আজমত আলী বাহাদুর, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভুঁইয়া, সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, আব্দুল ওহাব কবির ও কাউছার আহাম্মেদ, সন্দ্বীপ মেরিন সার্ভিস লিমিটেডের চেয়ারম্যান জসীম উদ্দিন ভুঁইয়া, সন্দ্বীপ সোসাইটি ইউএসএর উপদেষ্টা বাবর উদ্দিন, গোলাম মাহমুদ, এস এম ইদ্রিস, চট্টগ্রাম সমিতির আজীবন সদস্য জয়নাল আবেদীন, শফিকুল ইসলাম, মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের উপদেষ্টা বখতিয়ার উদ্দিন,ইকবাল হায়দার ও নির্বাহী পরিচালক রেজাউল করিম।  

ইএইচ