বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সংগঠিত করার লক্ষ্যে শিবচরে কর্মসূচি

শিবচর প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৬:২৬ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সংগঠিত করার লক্ষ্যে শিবচরে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কর্মসূচি শুরু হয়েছে।

শনিবার সকালে শিবচর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মেহেরাব সিফাতসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় স্থানীয় শিক্ষার্থীদের বিভিন্ন কথা শুনে সাংগঠনিক কার্যক্রমের গতি বাড়াতে বিভিন্ন দিক নির্দেশনা দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক মোমো, জাবের নূর ও জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

এরপর নেতৃবৃন্দ রাজৈর, মাদারীপুর সদর, ডাসার ও কালকিনিতে মতবিনিময় সভা করবেন বলে জানিয়েছেন।

ইএইচ