বুড়িমারী স্থলবন্দরে পাথর আমদানি বন্ধ

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৬:৪৫ পিএম

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে পাথরের আমদানিমূল্য কমানোর দাবিতে ব্যবসায়ীরা ভারত ও ভুটান থেকে বোল্ডার পাথর আমদানি বন্ধ রেখেছে।

শনিবার সকাল থেকে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে বোল্ডার পাথর আমদানি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি আবু রাইয়ান আশয়ারী রছি।

ভারত ও ভুটান থেকে বোল্ডার পাথরের আমদানিমূল্য ডলার বেশি হওয়ায় দেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর বুড়িমারী স্থলবন্দরের আমদানিকারকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বলে জানান ব্যবসায়ীরা।

এ বিষয়ে গতমাসে পাথরের ডলার মূল্য কমাতে ভারত-ভুটানের রপ্তানিকারকদের চিঠি দিয়েছিল বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন।

ভারত ও ভুটান থেকে আমদানি পাথরের ডলারমূল্য কামানোর দাবিতে গেল জানুয়ারি মাসের ২১ তারিখে সংবাদ সম্মেলন করে বুড়িমারী স্থলবন্দর আমদানি- রপ্তানিকারক অ্যাসোসিয়েশন।

সংবাদ সম্মেলনে ভূটান থেকে তোর্শা ১৫ ডলার এবং সামসি ১৪ ডলারে এবং ভারত থেকে তোর্শা বোল্ডার ১০ ডলারে আমদানির দাবি করেন।

এর উপরে মূল্য নির্ধারিত হলে ১ ফেব্রুয়ারি থেকে এসব বোল্ডার পাথর আমদানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়।

বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, আমরা সকল সিএন্ডএফ অ্যাসোসিয়েশন মিটিং করে স্টোন বোল্ডার, ক্যাশ স্টোন এবং ভুটানি বোল্ডার দাম নির্ধারণ করে দিয়েছি। এ রেটে যদি তারা বোল্ডার না দেয় তাহলে আমদানি বন্ধ থাকবে।

সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এসএম নিয়াজ নাহিদ বলেন, আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীদের বেঁধে দেয়া দাম ছাড়া আমাদের পোষাবে না, আমরা লাভবান হতে পারব না। এ কারণেই আমরা পাথর আমদানি বন্ধ রেখেছি। আমদানি ও রপ্তানিকারকদের মধ্যে যতক্ষণ সুষ্ঠু সমাধান হবে না ততক্ষণ পর্যন্ত এই পোর্ট দিয়ে এসব বোল্ডার পাথর আমদানি সাময়িক বন্ধ থাকবে।
এ বিষয়ে বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি আবু রাইয়ান আশয়ারী রছি বলেন, ভুটানি এবং ভারতের বোল্ডার পাথরের বর্তমান দাম নির্ধারণে সেখানকার রপ্তানিকারকদের প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত কোনো সাড়া না পাওয়ার কারণে আমাদের পূর্বঘোষণা অনুযায়ী শনিবার থেকে সাময়িক সময়ের জন্য পাথর আমদানি বন্ধ রেখেছি।

ইএইচ